ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিলপাড় বস্তিবাসীর জন্য সৌদি আরবের খেজুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ঝিলপাড় বস্তিবাসীর জন্য সৌদি আরবের খেজুর খেজুরের সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর-৭ নম্বরে চলন্তিকা মোড়ের ঝিলপাড় বস্তিতে আগুনে নিঃস্ব বস্তিবাসীর জন্য সৌদি আরবের খেজুর বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানায়, বাংলাদেশের গরিব মানুষের মধ্যে বিতরণের জন্য প্রতি বছরই খেজুর দিয়ে থাকে সৌদি সরকার। এই খেজুরের মধ্যে ১৮৩ কার্টন খেজুর ঢাকা জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়েছে, গত ১৬ আগস্ট মিরপুর-৭ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের জন্য সৌদি সরকারের দেওয়া রাজকীয় ১৮৩ কার্টন খেজুর জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ দেওয়া হলো।  

তবে খেজুরগুলো এখনও বরাদ্দ পাওয়া গেছে কিনা তা জানাতে পারেনি জেলা প্রশাসন।

গত ১৬ আগস্ট (শুক্রবার) মিরপুরের রূপনগর থানার পেছনের ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগে। তিন ঘণ্টার আগুনে পাঁচ শতাধিক ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার পরিবার। সব হারিয়ে বস্তিবাসী এখন খোলা আকাশের নিচে বাস করছেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad