ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়তি ভাড়া আদায়ের দায়ে ২৫ বাসকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
বাড়তি ভাড়া আদায়ের দায়ে ২৫ বাসকে জরিমানা

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রুটের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের দায়ে ২৫ বাসকে জরিমানা করা হয়েছে। এছাড়া মিরাজুল ইসলাম (২৫) নামে নিরাপদ পরিবহনের এক বাস চালককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদ।


বাংলানিউজকে ইউএনও ফিরোজ মাহমুদ বলেন, ওই মহাসড়কে দিয়ে চলাচলরত নীলাচল, সেলফি, হিমাচল, শুভযাত্রা লাক্সারিসহ মোট ২৫টি বাস মালিক ও চালককে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও বাড়তি ভাড়া নেওয়ার দায়ে ওই বাস চালককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ শেষে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষ ওই মহাসড়ক দিয়ে ফিরতে শুরু করেছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া অাদায় করছেন কিছু অসাধু বাস মালিক ও চালকরা।  

অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এবং যাত্রী হয়রানি বন্ধে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।