ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ট্যাক্সিক্যাব

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫০, জুলাই ২২, ২০১৯
সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ট্যাক্সিক্যাব ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে গিয়েছে একটি যাত্রীবাহী  ট্যাক্সিক্যাব। এতে গাড়িতে থাকা লোকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জসিম নামে ঘটনার এক প্রত্যক্ষদর্শী দ্রুত জরুরি সেবার হটলাইন ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

তিনি বাংলানিউজকে বলেন, গাড়িটি ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদে পড়ে যায়। এর পরপরই আমি ৯৯৯-এ ফোন দেই।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উত্তরার জোন কমান্ডার আনোয়ারুল হক বাংলানিউজকে বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ঢাকা থেকে ডুবুরিরা আসছেন।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।