ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভিজিএফের চালের বদলে দুঃস্থরা পেলেন টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জুন ২, ২০১৯
ভিজিএফের চালের বদলে দুঃস্থরা পেলেন টাকা

নেত্রকোণা: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ভিজিএফের চাল নিতে এসে নগদ টাকা পেয়েছেন দুঃস্থ মানুষেরা।

শনিবার (০১ জুন) বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. তানজীর হাসান বাংলানিউজকে জানান, ভিজিএফের কার্ডধারী নয় এমন অনেকেই চাল নিতে আসেন।

পরে চেয়ারম্যান নুরুল আমিন খান ৮৪ জনকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আরশাদ মিয়া, আব্দুল কদ্দুস, জহিরুল ইসলাম রিপন, রেখা আক্তার প্রমুখ।

চেয়ারম্যান নুরুল বাংলানিউজকে বলেন, ধলামূলগাঁও ইউনিয়নে এক হাজার ৫১৬ জন ভিজিএফের চাল পান। তাদের মধ্যে সকাল থেকে চাল বিতরণ শুরু হয়। প্রত্যেক কার্ডধারীকে নির্দিষ্ট পরিমাণে চাল বিতরণ করা হয়েছে। এর বাইরেও অনেক মানুষ চাল নিতে আসায় তাদের ফিরিয়ে না দিয়ে ব্যক্তিগতভাবে সাড়ে ২৫ হাজার টাকা সহায়তা করি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।