bangla news

বোনের দাফন শেষে ফেরার পথে লাশ হলেন নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১২-৩১ ৭:০১:৪৯ পিএম
ভোলা ম্যাপ

ভোলা ম্যাপ

ভোলা: বোনের দাফন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন মহিরন বেগম (৪০) নামে এক নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। 

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার উপ পরিদর্শক (এসআই) মোহাইমিনুল বাংলানিউজকে জানান, চরফ্যাশন থেকে একটি মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন মহিরনসহ কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মহিরন। এসময় আহত হন চালকসহ পাঁচজন। 

এদিকে, স্থানীয়রা জানান, বোনের মৃত্যু সংবাদ শুনে চরফ্যাশন গিয়েছিলেন মহিরনসহ কয়েকজন। দাফন শেষে তারা ঢাকায় ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। 

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮ 
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা ভোলা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-12-31 19:01:49