ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রধান বিচারপতি এসকে সিনহার শপথ ভঙ্গ হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
প্রধান বিচারপতি এসকে সিনহার শপথ ভঙ্গ হয়েছে

ঢাকা: আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করা সমীচীন নয় বলে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেওয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার শপথ ভঙ্গ হয়েছে বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনুরাগের বশবর্তী হয়ে চিঠি দিয়েছেন।

শপথ অনুযায়ী রাগ-অনুরাগের বশবর্তী হয়ে কাজ করলে তার শপথ ভঙ্গ হয়ে যায়। তিনি (এস কে সিনহা) অনুরাগের বশবর্তী হয়ে এ চিঠি দিয়েছেন। এতে তার শপথ ভঙ্গ হয়েছে।

‘প্রধান বিচারপতির এ কাজে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। কেননা কেউ আইনের ঊর্ধ্বে নয়। ’

দুর্নীতির অনুসন্ধান বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিষয়টি নিয়ে আইনমন্ত্রী বলেছেন। আমিও বলেছি। কিছু কিছু অপরাধ আছে যেগুলো তাৎক্ষণিকভাবে সুরাহা হওয়া উচিত। যেমন একজন আরেকজনকে খুন করে ফেললে সে বলতে পারে না, সে সাংবিধানিক পদে আছে। তাকে কিছু করা যাবে না।

তিনি বলেন, মানি লন্ডারিংয়ের মতো গুরুতর অপরাধ যদি কেউ করেন তাহলে তিনি সাংবিধানিক পদে থাকলেও তার বিরুদ্ধে তদন্ত চলতে বাধা নেই বলে আমি মনে করি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৭
ইএ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।