ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৮টি স্বর্ণের বার জব্দ, ‍আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
শাহজালালে ৮টি স্বর্ণের বার জব্দ, ‍আটক ২

ঢাকা: হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আটটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়া থেকে আসা বিজি-০৮৭-এর দুই যাত্রীর কাছ থেকে চারটি করে মোট আটটি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করা হয়। ।

আটক দুই জন হলেন- জামালপুর সদর উপজেলার মাসুদ খানের স্ত্রী জাবিন খান ও নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার এমএ ওয়াদুদের ছেলে মো. আব্দুল খালেক।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, জাবিন খান লুকিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দার সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। পরে তার জুতা তল্লাশি করে দুইটি করে মোট চারটি স্বর্ণবারসহ তাকে আটক করা হয়। ওই চারটি স্বর্ণ বারের ওজন ৪০০ গ্রাম।  

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই ফ্লাইটে আসা আব্দুল খালেককে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার হ্যান্ডব্যাগ তল্লাশি কার হয়। এসময় স্কচট্যাপ দিয়ে মোড়ানো অবস্থায় চারটি স্বর্ণবারসহ তাকে ‍আটক করা হয়। ওই চারটি স্বর্ণ বারের ওজন ৪০০ গ্রাম।  

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।