ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভেতরে প্রবেশ করছে যাত্রীরা, বাতিল হয়নি ফ্লাইট 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, আগস্ট ১১, ২০১৭
ভেতরে প্রবেশ করছে যাত্রীরা, বাতিল হয়নি ফ্লাইট  ভেতরে প্রবেশ করছে যাত্রীরা-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব যাত্রীদের ট‍ার্মিনাল থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কোনো ফ্লাইট বাতিল হয়নি। 

তবে পরবর্তী ফ্লাইট ছেড়ে যেতে ১ ঘণ্টা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ইকবাল করিম।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও টার্মিনালের ভেতরে ধোঁয়া রয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কাজ করছে।

ভেতরে প্রবেশ করছে যাত্রীরা-ছবি-জি এম মুজিবুরশুক্রবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫০মিনিটে বিমানবন্দরের এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।  

ইকবাল জানান, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

**বিমানবন্দরে ল্যান্ডিং স্বাভাবিক! উড্ডয়ন বন্ধ

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।