ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লন্ডনে দূতাবাসে উড়ল ফিলিস্তিনের পতাকা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, সেপ্টেম্বর ২২, ২০২৫
লন্ডনে দূতাবাসে উড়ল ফিলিস্তিনের পতাকা

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল—এই চার দেশ রোববার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরদিন লন্ডনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ফিলিস্তিনি দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয় বলে জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

লন্ডনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ছাড়াও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে ফ্রান্স। এর আগে চলতি বছরের ২০ মার্চ মেক্সিকো সরকার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

রোববার চারটি দেশের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ায় জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলো।

টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।