ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভৈরব রেল স্টেশনে ৮৭২ যাত্রীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, জুলাই ২২, ২০১৭
ভৈরব রেল স্টেশনে ৮৭২ যাত্রীকে জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৮৭২ যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সর্দার সাহাদাত আলী এ জরিমানা করেন।
 
এসময় উপস্থিত ছিলেন- ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সর্দার সাহাদাত আলী বাংলানিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। পরে যাত্রীদের টিকেট চেক করে বিনা টিকেটের ৮৭২ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।