ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১৭
খুলনায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা 

খুলনা: খুলনা মহানগরীতে আব্দুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লা (২৬) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২০ জুন) রাত পৌনে ১১টায় খুলনা মহানগরীর দৌলতপুরের দেয়ানায় নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিপলু দেয়ানার মো. ফারুকুজ্জামান বাবু মোল্যার ছেলে।  

খুলনা মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। শিপলু খুলনা মহানগর বিএনপির সক্রিয় কর্মী বলে তারিকুল দাবি করেন।  

হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। শিপলু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।  বুধবার (২১ জুন) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শিপলুর নিহতের খবর পেয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু মেডিকেল কলেজ হাসপাতালে যান। এসময় বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, শের আলম শান্টু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ অন্যরা সঙ্গে ছিলেন। নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এমআরএম/এমসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।