ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি আস্তানার সামনে দুই অ্যাম্বুলেন্স

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
জঙ্গি আস্তানার সামনে দুই অ্যাম্বুলেন্স জঙ্গি আস্তানা আতিয়া মহলের সামনে অবস্থান নিয়েছে অ্যাম্বুলেন্স;ছবি- বাংলানিউজ

সিলেট: দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সোয়াট টিমের সদস্যরা। সম্ভাব্য হতাহতদের বের করতে ইতোমধ্যেই বাড়িটির সামনে অবস্থান নিয়েছে দু’টি অ্যাম্বুলেন্স।

এর আগে শুক্রবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৫২ মিনিটে বাড়ির চারপাশে অবস্থান নেন ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ সোয়াট টিমের সদস্যরা। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টা ৫৭ মিনিটে বাড়িটির সামনে অবস্থান নেয় অ্যাম্বুলেন্স দু’টি।

ধারণা করা হচ্ছে অভিযানের সময় সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে পারে সেখানে অবস্থান নেয়া জঙ্গিরা।

উল্লেখ্য, শুক্রবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি ‌এলাকার উস্তার মিয়ার বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, ভোরে জঙ্গিরা আল্লাহ আকবার বলে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ সকাল ৯টার দিকে ভবন লক্ষ করে চার রাউন্ড গুলি ছোড়ে। তবে পুলিশ সকাল থেকে এ ভবন থেকে কাউকে বের হতে দিচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।