ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

প্রেসক্লাবের সভাপতির কক্ষের সামনে আওয়ামীপন্থি সাংবাদিকদের বিক্ষোভ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, জানুয়ারি ৬, ২০১৫
প্রেসক্লাবের সভাপতির কক্ষের সামনে আওয়ামীপন্থি সাংবাদিকদের বিক্ষোভ ছবি: জাহিদ সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজের কক্ষের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি শ‍াবান মাহমুদের নেতৃত্বে আওয়ামীপন্থি কিছু সাংবাদিক।

মঙ্গলবার দুপুর ১টার দিকে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।



শাবান মাহমুদ বলেন, প্রেসক্লাব একটি পবিত্র স্থান। এখানে শুধু প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা আসবেন।

তিনি বলেন, প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির কাছে অনুরোধ জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত প্রেসক্লাব থেকে বহিরাগতরা না বের হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করব। তাই যত দ্রুত সম্ভব প্রেসক্লাবকে দলীয় নেতামুক্ত করার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।