ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শাহজালালে ৯ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, জানুয়ারি ৫, ২০১৫
শাহজালালে ৯ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ৬০’ গ্রাম স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক হয়েছেন।

সোমবার (০৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার শুল্ক গোয়েন্দা বিভাগ তাকে আটক করে।



আটক ভারতীয় নাগরিকের নাম জায়েদ আকতার (৩২)।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০৮৯ যোগে শাহজালাল বিমান বন্দরে নামেন জায়েদ। তাকে দেখে সন্দেহ হলে সঙ্গে থাকা বিদেশি কমোড ও ফ্লাশ পাইপের ভিতর থেকে ৯ কেজি ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।