ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শিশু আইন বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ডিসেম্বর ৩১, ২০১৪
শিশু আইন বাস্তবায়নের দাবি ছবি: সংগৃহীত

রংপুর: শিশু সুরক্ষায় শিশু আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশ।

বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে জানানো হয়, শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের কারণে শিশুদের বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। গতবছর (২০১৩) দেশে ২৬৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এ ঘটনায় ১২ জনের মৃত্যু এবং ২৩৯ জন চিকিৎসা নিয়েছে। নির্যাতনসহ নানা অপরাধের শিকার হয়ে আত্মহত্যা করেছে ১৬৬ জন শিশু।

এতে বলা হয়, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী। তাই শিশুদের অধিকার প্রতিষ্ঠায় শিশু আইন বাস্তবায়নে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাই শিশু সুরক্ষা ও উন্নয়নে সিটি কর্পোরেশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।