ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

স্বল্প আয়ের মানুষের আবাসনের চিন্তা করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, ডিসেম্বর ৩১, ২০১৪
স্বল্প আয়ের মানুষের আবাসনের চিন্তা করতে হবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  বলেন, শুধু ৫ হাজার বর্গফুট ও ১০ হাজার বর্গফুটের ফ্ল্যাট নয়, স্বল্প আয়ের মানুষের জন্যও আবাসনের চিন্তা করতে হবে। ’ 

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



‘একটু স্বল্প পরিসরে কম টাকা খরচ করে যাতে করে গরিব মানুষও থাকতে পারে রিহ্যাবকে সেই বিষয়ে চিন্তা করতে হবে। ’

রিহ্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে রিহ্যাবের অবদান রেখেছে তা স্বীকার করতে হবে। সারা দেশ বদলে গেছে আওয়ামী লীগ সরকারের পাশাপাশি রিহ্যাবও অবদান রেখেছে। রিহ্যাবের কাযর্ক্রম প্রশংসার দাবিদার। এই সংগঠনের আরো প্রসার ঘটুক এ কামনা করি।

এই সময় আরো উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিউল হক, ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ।

** রিহ্যাব মেলায় ৪৪৭ কোটি টাকার বিক্রি

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।