বরিশাল: রায়ের ৮ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের স্বরুপকাঠির সেহাঙ্গল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গিয়াস সিকদার (২৮) নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার বাসিন্দা ইউনুস সিকদারের ছেলে।
২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি কাউনিয়া ব্রাঞ্চ রোডে সাবান ফ্যাক্টরি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় স্থানীয় যুবদল নেতা মেহেদী হাসান মিলনকে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের মা শামসুন্নাহার বেগম।
মামলায় গিয়াস সিকদারসহ ৭ জনকে আসামি করা হয়। এছাড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে রাখা হয় ১০/১২ জনকে।
আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৬ সালের ৩০ আগস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গ্রেফতারকৃত গিয়াস সিকদারসহ ৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই পলাতক ছিলেন গিয়াস সিকদার।
অভিযান পরিচালনাকারী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) চিন্ময় মিত্র বাংলানিউজকে জানান, তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪