মুন্সীগঞ্জ: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের রাজাকারদের এক পিতা পাকিস্তান ও অপর পিতা জিয়াউর রহমান, আর রাজাকারদের মা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিজয় উৎসব ও আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেছেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীতাকারী সব রাজাকারদের এদেশের মাটিতেই বিচার করা হবে। একজন একজন করে রাজাকারের সাঁজা দেওয়া হবে। যার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক যুদ্ধ। মুক্তিযুদ্ধ কোটি বাঙালির মুক্তির আকুতির যুদ্ধ। পুরুষের কাছে মুক্তিযুদ্ধ ছিল দেশ ও প্রাণ রক্ষার। আর নারীর কাছে মুক্তিযুদ্ধ ছিল দেশ, প্রাণ ও ইজ্জত রক্ষার।
সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সম্পাদক গোলাম সারওয়ার কবীর, মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু সিরাজদিখান উপজেলা সদরে নব নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪