ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বিসিআইসি সচিব বরখাস্ত!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ডিসেম্বর ৩০, ২০১৪
বিসিআইসি সচিব বরখাস্ত!

ঢাকা: নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করায় বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সচিবকে বরখাস্তের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।



এছাড়া বিসিআইসির নিয়োগে অনিয়মের নানান তথ্য প্রমাণ তুলে ধরে প্রতিষ্ঠানটির সচিব তপন কুমার দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়।
 
এবিষয়ে কমিটি সভাপতি ওমর ফারুক চৌধুরী বাংলানিউজকে বলেন, বিসিআইসিতে বিভিন্ন পদে কর্মচারী নিয়োগে অনিয়মের পরিপ্রেক্ষিতে সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কারণ নিয়োগের মৌখিক পরীক্ষায় ফলাফল তিনবার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। একই ব্যক্তির সই করা ওই তিনটি তালিকার একটির সঙ্গে অন্যটির মিল নেই। অসৎ উদ্দেশে বারবার ফল পরিবর্তন করা হয়েছে।
 
এদিকে বৈঠকে বিসিআইসির নিয়োগে সংঘটিত অনিয়মসহ সার্বিক কর্মকাণ্ড তদন্তে কমিটির সদস্য আবদুর রাজ্জাককে প্রধান করে তিন সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়।

সরেজমিনে তদন্ত করে সাব কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হবে। এজন্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে তার অনিয়ম কিছুটা প্রমাণিত হয়েছে বলেও বাংলানিউজকে জানিয়েছেন সভাপতি।
 
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিসিআইসির স্থায়ী ও এডহক ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া একই পদ্ধতিতে করার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
 
বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ স্টিল করপোরেশনের  সার্বিক কার্যক্রম তদন্তের জন্য শামীম ওসমানকে আহ্বায়ক করে এম এ মালেক এবং আবুল কালাম আহ্সানুল হক চৌধুরীকে সদস্য করে ৩ মাসের মধ্যে প্রতিবেদন দেওয়া জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়।

এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সার্বিক কার্যক্রম তদন্তের জন্য একই সাব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।

কমিটি সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটি সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শামীম ওসমান, আবুল কালাম আহ্সানুল হক চৌধুরী।
 
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।