ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে বাল্যবিয়ে রোধে মেয়েদের প্রীতি ক্রিকেট ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, ডিসেম্বর ৩০, ২০১৪
কুড়িগ্রামে বাল্যবিয়ে রোধে মেয়েদের প্রীতি ক্রিকেট ম্যাচ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গ্রাম পুলিশদের উদ্যোগে বাল্যবিয়ে, যৌতুক ও মাদক প্রতিরোধ সংক্রান্ত আলোচনা সভা ও মেয়েদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মেয়েদের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।



বাল্যবিয়ে, যৌতুক ও মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় গ্রাম পুলিশ সভাপতি নুরুজ্জামান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ।

এসময় বক্তব্য রাখেন-নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত রহমতুল্লাহ, নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল প্রমুখ।

আলোচনা সভা শেষে মেয়েদের ক্রিকেট খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এবিএম আজাদ বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রধান বাধা হলো বাল্যবিয়ে, যৌতুক ও মাদক সমস্যা। দেশের স্বার্থে কুড়িগ্রাম জেলাকে এসব সমস্যা মুক্ত করতে দলমত ভুলে সবাইকে এক যোগে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।