ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

২ জানুয়ারি থেকে রমনায় পৌষমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, ডিসেম্বর ৩০, ২০১৪
২ জানুয়ারি থেকে রমনায় পৌষমেলা

ঢাকা: ‘শান্তির পায়রা উড়ুক পৌষের আকাশে’ এ স্লোগান নিয়ে ২, ৩ ও ৪ জানুয়ারি রমনার বটমূলে উদযাপন করা হবে পৌষমেলা।

মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।



মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার সূচি ঘোষণা করে পৌষমেলা উদযাপন পরিষদ।

তিনদিনব্যাপী এই মেলা সকাল ৭টা থেকে ১১টা ও বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

মেলার সূচিতে রয়েছে দলীয় সঙ্গীত, একক সঙ্গীত, একক ও দলীয় আবৃত্তি, বাউলগান, সঙযাত্রা, মহুয়ার পালা ও নৃত্য।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, অপসংস্কৃতি ও বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। নতুন প্রজন্মকে দেশজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন- পৌষমেলা উদযাপন পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, সমন্বয়ক বাবুল বিশ্বাস, মানজার চৌধুরী সুইট ও রফিকুল ইসলামসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।