ঢাকা: ২০১৫ সালের প্রথম দিন বন্ধ থাকবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নববর্ষের এ দিন যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন হওয়ায় আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) মার্কিন দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশনইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।
তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে। এদেশে বসবাসকারী মার্কিন নাগরিকরা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সহায়তা নিতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪