ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বেতন ভাতার দাবিতে কাঁচপুরে গার্মেন্ট শ্রমিকদের মহাসড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৬, জুন ৬, ২০১০

নারায়ণগঞ্জ: বকেয়া বেতন পরিশোধ ও বর্তমান বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকরা আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা কাঁচপুরের নয়াপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।



অনন্ত ডেনিম অ্যাপারেলস নামে একটি গার্মেন্ট কারখানার কয়েক শ’ শ্রমিক সকালে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। বেতন ভাতা পরিশোধের দাবি তুলে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। বিুব্ধ শ্রমিকরা সকাল ১০ টার দিকে দু’টি বাস ভাংচুর করেন।

এ সময় পুলিশ মৃদু লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময় ১০২০ ঘণ্টা, জুন ১, ২০১০
প্রতিনিধি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।