ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কাল বসছে সংসদের বাজেট অধিবেশন

গাজী জহিরুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫২, জুন ৬, ২০১০

ঢাকা : আগামীকাল ২ জুন বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে। নবম জাতীয় সংসদের পঞ্চম এই অধিবেশনে পেশ করা হবে মাহজোট সরকারের দ্বিতীয় বাজেট।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ১০ জুন ২০১০-২০১১ অর্থ বছরের বাজেট পেশ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশনে ১৫টি বিল উত্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য এ পর্যন্ত ২ শ’ ৭০টি প্রশ্ন এবং মন্ত্রীদের জন্য ২ হাজার ৭৮৪টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া ৭১ ধারার আওতায় মনোযোগ আকর্ষণী নোটিশ জমা পড়েছে ৩৮টি ।

প্রধান বিরোধীদল বিএনপি বাজেট অধিবেশনে যোগ দিতে পারে বলে মনে করছে সরকারি দল। সরকারি দলের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বাংলানিউজটোয়েন্টিফোরকে বলেন, বাজেট অধিবেশনে বিরোধী দলের যোগ না দেওয়ার কোনো কারণ দেখছি না।

এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানিয়েছেন, সরকারের কর্মকান্ডের উপর নির্ভর করছে বিরোধীদল বাজেট অধিবেশনে যাবে কি-না।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৪ জানুয়ারি শুরু হয়ে ৫ এপ্রিল শেষ হয়। এ অধিবেশন থেকে ৪ এপ্রিল ওয়াক আউট করে বিএনপি।

এর আগে দীর্ঘ ১ বছর ধরে বিরোধী দল সংসদের বাইরে থাকার পর স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ একাধিক উদ্যোগ নেন। সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। পরে এ বছরের ১১ ফেব্রয়ারি সংসদ অধিবেশনে যোগ দেয় বিএনপি।   কিন্তু এরপর পর দফায় দফায় ওয়াক আউট করে বিএনপি ও তার সমমনা দরগুলো। তারা সর্বশেষ ওয়াক আউটটি করে ৪ এপ্রিল।

বাংলাদেশ স্থানীয় সময় : ১১০১ ঘন্টা, ০১ জুন ২০১০
জেআই/এজে/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।