ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১০১ বাংলাদেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, ফেব্রুয়ারি ২৮, ২০১১
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১০১ বাংলাদেশি

ঢাকা: লিবিয়া থেকে ১০১ জন বাংলাদেশি সোমবার দেশে ফিরেছেন। তুরস্কের ইস্তাম্বুল হয়ে তুর্কি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তারা এদিন দুপুর ১ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।



বিমানবন্দরের প্রবাসকল্যাণ ডেস্ক সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এ বিষয়ে বলেন, বিভিন্ন উদ্যোগে তারা ইস্তাম্বুল হয়ে দেশে ফিরেছেন।

আগামী বুধবার এ ধরনের ফাইটে আরও কয়েকজন বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, লিবিয়ায় গত সপ্তাহে সরকারবিরোধী আন্দোলন শুরু হলে বাংলাদেশিসহ কয়েক হাজার বিদেশি নাগরিক আটকা পড়েন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছে। তবে বেসরকারি হিসেবে লিবিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা আরও বেশি।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।