ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, গুলশান-আমতলীতে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, অক্টোবর ১৩, ২০২৫
গ্যাসের দাবিতে সড়ক অবরোধ, গুলশান-আমতলীতে যান চলাচল বন্ধ সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী এলাকায় গ্যাস না থাকার প্রতিবাদে স্থানীয়রা ওয়্যারলেস গেটের সামনে সড়ক অবরোধ করেছেন। এতে আমতলী থেকে গুলশান-১ পর্যন্ত উভয়মুখী যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে গ্যাস সরবরাহের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। ফলে সকাল থেকেই ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভুক্তভোগীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে দ্রুত যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া বলেন, স্থানীয়রা গ্যাস সংযোগ স্বাভাবিক করার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। এতে ওই রুটে যানজট তৈরি হয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রী ও চালকদের বিকল্প রুট ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের বিকল্প রুট নির্দেশনা: গুলশান-১ থেকে আমতলীগামী যাত্রীরা বিকল্প হিসেবে পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন। আমতলী থেকে গুলশান-১মুখী যাত্রীরা উত্তরে গিয়ে ইউ-টার্ন নিয়ে কাকলী হয়ে গুলশান-২ রুট ব্যবহার করতে পারবেন।

ট্রাফিক পুলিশ সকলকে অনুরোধ করেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত রাস্তায় চলাচল এড়িয়ে চলতে। চলমান পরিস্থিতির কারণে আশপাশের এলাকাগুলোয়ও যান চলাচল ধীরগতিতে চলছে।

এডিসি জিয়াউর রহমান আরও জানান, ট্রাফিক বিভাগ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে কাজ করছে।

এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।