ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩০, মে ৫, ২০২৫
গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ফাইল ফটো

ঢাকা: গাজীপুরে বাসার গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ মে) রাতে মারা গেল তানজিলা (১০) নামে শিশুটি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। এই ঘটনায় তানজিলার মা চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন আগে মারা গেছেন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই ঘটনায় পাঁচজন দগ্ধ একে একে সবাই মারা গেলেন।

এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন তাসলিমা আক্তার (৩০), তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আইয়ান।

আইয়ানের চাচা আরিফ হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। আইয়ানের বাবা মাজহারুল ইসলাম পোশাকশ্রমিক আর মা পারভীন গৃহিনী। ঘটনার দিন ছেলেকে নিয়ে ঘরেই ছিলেন পারভিন৷ হঠাৎ বিস্ফোরণ হলে আগুন লেগে মা-ছেলে দগ্ধ হয়।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসাটিতে রান্না করছিলেন আয়নের মা পারভিন। তখন বাসার গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ