ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মেজর জেনারেল আসহাব উদ্দিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৮, সেপ্টেম্বর ১১, ২০১২

ঢাকা: মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন। এ লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তবে তিনি কোন দেশের রাষ্ট্রদূত হবেন তা বলা হয়নি আদেশে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (বিইউপি) ডিন পদে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান কামালকে নিয়োগ করা হয়েছে। এর আগে তিনি প্রেষণে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান পদে ছিলেন। তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া অপর আদেশে সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মীর খায়রুল আলমকে ভূমি সচিবের একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
এসএমএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।