ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
খাগড়াছড়িতে  পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

খাগড়াছড়িতে আরো একটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। তার নাম দিগন্ত চাকমা(১৮)।

এই নিয়ে ঈদের দিন তিনটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেন।  

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদরের মহালছড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দিগন্ত মহালছড়ির মুবাছড়ি এলাকার বাসিন্দা। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, পেছন থেকে আসা একটি মোটরসাইকেল পথচারী দিগন্ত চাকমাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দিগন্তের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন। নিহতরা হলেন, মেহেদী হাসান পায়েল (২০) ও আলী হোসেন (১৭)। বৃহস্পতিবার (১১ এপ্রিল) গুইমারার বটতলী ও বড়পিলাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪

এডি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।