ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সারাদেশে ১৩৭ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিদপ্তরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
সারাদেশে ১৩৭ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিদপ্তরের

ঢাকা: রাজধানীসহ সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১৩৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এ তদারকি সংস্থাটি।

সোমবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৬টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫১টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় সারাদেশে ৫৭টি টিম বাজার তদারকির মাধ্যমে ১৩৭ প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে ঢাকা বিভাগে ৩০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯২ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৬ হাজার টাকা, রাজশাহী বিভাগে ১৫টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৫০০টাকা, রংপুর বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৯ হাজার টাকা, খুলনা বিভাগে ১৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা, বরিশাল বিভাগে ১৬টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার ৫০০ টাকা, সিলেট বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।