ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।  

শনিবার (৯ মার্চ) রাতে সৌদিআরবের নাজরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবু তালেব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে পাঁচ বছর আগে সৌদি আরবে যান আবু তালেব (৪৭)। সেখানে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন তিনি। শনিবার কাজ শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবের নাজরান এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবু তালেবের এক স্ত্রী, এক ছেলে (৯) ও এক মেয়ে (১৯) রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় শাহেদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।