ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

তিস্তায় ভেসে আসা আরও ২ ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৩
তিস্তায় ভেসে আসা আরও ২ ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

লালমনিরহাট: পানির স্রোতে তিস্তা নদী ভেসে আসা আরও দুই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।  

শুক্রবার (৬ অক্টোবর) রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাছে মরদেহ দুইটি হস্তান্তর করা হয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের উত্তর সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকে বন্যা দেখা দেয়। সিকিমে বাঁধ ভেঙে সেনা সদস্যসহ ভারতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে গত ৪ অক্টোবর রাতে বন্যা হলেও ৫ অক্টোবর সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। কম পানিতে মাছ ধরতে নেমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চরখোদ্দা এলাকায় তিস্তা নদী থেকে অজ্ঞাত নারীর (৫০) মরদেহ উদ্ধার করা হয়।  

একই ভাবে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাকে তিস্তা নদীতে ভেসে আসা আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নদীতে ভেসে আসা দুই মরদেহ ভারতীয় নাগরিকের বলে শনাক্ত হয়। পরে মরদেহ দুইটি ভারতে ফেরতের সিদ্ধান্ত নেয় সরকার।

অবশেষে আনুষ্ঠানিকতা শেষে গতকাল ৬ অক্টোবর মধ্য রাতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে উভয় সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুইটি হস্তান্তর করা হয়। সে সময় বিএসএফের পক্ষে মরদেহ গ্রহণ করেন ভারতের মেখলিগঞ্জ তিনবিঘা করিডোরের বিএসএফ কোম্পানি কমান্ডার ইন্সেঃ প্রাণভীর এবং পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জয়ন্ত কুমার সাহা মরদেহ দুইটি হস্তান্তর করেন।

৬অক্টোবর লালমনিরহাট সদর উপজেলায় তিস্তা নদীতে ভেসে আসা দুই মরদেহ ফেরত দিয়েছে সদর থানা পুলিশ। এ নিয়ে এ পর্যন্ত বন্যায় ভেসে আসা চারটি মরদেহ ফেরত দিল পুলিশ। যার মধ্যে পুরুষ তিনজন ও একজন নারী।

** তিস্তায় ভেসে এলো দুই ‘ভারতীয় নাগরিকের’ মরদেহ
** তিস্তায় ভেসে আসা দুই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর


বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।