ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, আগস্ট ১৫, ২০২৩
কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনের আগুন নির্বাপণ

ঢাকা: কেরানীগঞ্জ গদারবাদ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মরদেহ পেয়েছে করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে দুজন নারী ও একজন শিশু।

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ ইউনিট কাজ করে সকাল ১০টা ৫০মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার পাশে কেরানীগঞ্জ গদারবাগ কালোন্দি এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদে ৬ ইউনিট কাজ করে ভোর সোয়া ৬টা টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়। এর আগে ভোর ৪ দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে দুজন নারী ও একজন শিশুর মরদেহ পাওয়া গেছে। এছাড়া একজনকে আহত উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন, মোহাম্মদ সাঈদ (২৫) সোহাগ  (২২) রোজা মনি  (৫) এদের মধ্যে সোহাগ ও মনি ভর্তি আছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এজেডএস/এসআইএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।