ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে বিবাদ থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ২৯, ২০২৩
হোসেনপুরে বিবাদ থামাতে গিয়ে এসএসসি পরীক্ষার্থী খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঝগড়া থামাতে গিয়ে রিয়াদ মিয়া (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।  

রোববার (২৮ মে) দিনগত রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়াদ মিয়া উপজেলার বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে ও স্থানীয় পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদের চাচাতো বোনের বিয়ে হয় বীর হাজীপুর গ্রামে। স্বামীর বাড়ির লোকজন রিয়াদের চাচাতো বোনকে বিভিন্নভাবে অত্যাচার করত। রোববার (২৮ মে) দিনগত রাত ১১টার দিকে এ নিয়ে রিয়াদের বাবা স্বপন মিয়ার সঙ্গে তাদের পরিবারের লোকদের কথা কাটাকাটি হয়। রিয়াদ তাদের থামাতে গেলে চাচাতো বোনের দেবর রবিউল হকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিয়াদকে ছুরিকাঘাত করে রবিউল। গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা মে ২৯, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।