ঢাকা, বুধবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শ্যামপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, মার্চ ২৮, ২০২৩
শ্যামপুর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম তালুকদারকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১৫ মে শ্যামপুর থানায় সেলিম তালুকদারের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেলিম ওই মামলায় জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিলেন। এরমধ্যে আদালত গত ২২ ডিসেম্বর তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন।

তিনি জানান, গ্রেফতার সেলিম সীমান্তবর্তী জেলা থেকে ফেনসিডিল ঢাকায় সহযোগীদের কাছে সরবরাহ করতেন। ওই মামলায় ২ মাস ১০ দিন জেল খাটার পর জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। তার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ