গাজীপুর: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলছেন, আমরা শত যুগের আবর্জনার মধ্যে পড়েছি। যুগযুগ ধরেই এ অব্যবস্থাপনা চলছে।
তিনি বলেন, এখন মুক্তা পানিতে আমরা হাত দিয়েছি, মুক্তা পানির সব কর্মকর্তা-কর্মচারীরা জেনে গেছে মুক্তা এখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা বিশ্বে পানির জায়গায় প্লাস্টিকের বোতলের বিকল্প এখনো করতে পারেনি। তবে আমি চাইবো মুক্তায় যেন প্লাস্টিকের একটি গবেষণা সেল থাকে। মুক্তার মতো একটি ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত ছিল। এর চেয়ে বেসরকারি সেক্টরে অনেক ছোট প্রকল্প আছে যা স্বয়ংসম্পূর্ণ এবং সেখানে ভর্তুকি দিতে হয় না। আমি যদি সময় পাই তবে মুক্তা পানিকে বছরে সরকারের দেওয়া বাইশ কোটি টাকা ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প কারখানা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, সব জায়গায় দুর্নীতি, পোকামাকড়ের মতো দুর্নীতি। যেখানে হাত দিচ্ছি সেখানেই ঝাড়ু দিতে হচ্ছে। অন্তর্বর্তী সরকার আল্লাহ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই, যে জাদু দিয়ে সব কিছু করে দিতে পারবো। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক করা হবে।
এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মহসিন আলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রসঙ্গত, ১৯৮০ সালে টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প নামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বর্তমানে প্লাস্টিক পণ্যসহ ১২৮টি পণ্য এখানে উৎপাদিত হয়।
আরএস/আরআইএস