ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধে প্রশাসক নিয়োগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, অক্টোবর ৮, ২০২৫
নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধে প্রশাসক নিয়োগ আরিফ আহমেদ খান

ঢাকা: নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনাদি পরিশোধের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরিফ আহমেদ খানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৮ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখা থেকে আরিফ আহমেদ খানকে প্রশাসক পদে নিয়োগ দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, নাসা গ্রুপ-এর শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনাদি পরিশোধের নিমিত্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফি) অতিরিক্ত মহাপরিদর্শক ও সরকারের যুগ্মসচিব আরিফ আহমেদ খানকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

জিসিজি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।