ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিদ্দিকবাজারে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
সিদ্দিকবাজারে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলাদা শোক বার্তায় তারা এ শোক জানান।



মঙ্গলবার (৭ মার্চ) বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর  প্রেস উইং জানায়, সিদ্দিক বাজারের দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।

রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণ ঘটেছে। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে দুই নারীসহ মারা গেছেন ১৭ জন। মঙ্গলবার বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৩
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।