ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে আগুনের ধোঁয়ায় অসুস্থ দুইজন জাতীয় বার্নে ভর্তি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, অক্টোবর ১৪, ২০২৫
মিরপুরে আগুনের ধোঁয়ায় অসুস্থ দুইজন জাতীয় বার্নে ভর্তি  জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়া দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এরা হলেন, সুরুজ (৩০) ও মামুন (৩৫)। সুরুজের শরীরে দুই শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দু’জনেরই ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।  ওই দু’জনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তবে তাদের পর্যবেক্ষণের পরে ছেড়ে দেওয়া হতে পারে।

এদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় গার্মেন্টসের লাগা আগুন নিয়ন্ত্রণ হলেও কেমিক্যাল গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণের ঘোষণা আসেনি।

দুপুর সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অন্য ইউনিটগুলি সেখানে যোগ দেয়।

তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে আট ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কমই।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে ওই ফায়ার কর্মকর্তা বলেন, আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই প্রতিষ্ঠানে একসঙ্গে আগুন দেখেছেন। কেমিক্যাল গোডাউনে নাকি গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।