ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, জানুয়ারি ১৫, ২০২৩
আশুলিয়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় খেলতে গিয়ে একটি দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে আল মোমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আফজালুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, এদিন (১৪ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কবির হোসেনের দোতলা বাড়িতে ওই ঘটনা ঘটে।

নিহত আল মোমিন (১০) আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলী আকবরের ছেলে।

এসআই আফজালুর রহমান জানান, শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে বাসার ছাদে খেলতে যায় শিশু আল মোমিন। পরে দুর্ঘটনাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় শিশুটি। হাসপাতালে নেয়ার পর শিশুটির মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।