ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জবি ছাত্রদল নেতা খুনে জড়িতদের ছাড় নয়: পুলিশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, অক্টোবর ২০, ২০২৫
জবি ছাত্রদল নেতা খুনে জড়িতদের ছাড় নয়: পুলিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র জোবায়েদ হোসেন ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি।

সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর জোবায়েদের জানাজা শেষে জবি শিক্ষক-শিক্ষার্থীদের প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ডিসি মল্লিক আহসান বলেন, ইনসাফের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা প্রকৃত অপরাধী, আমরা তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনব।

তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা সব বলতে পারছি না। আমরা যাদের শনাক্ত করেছি তাদের কাছে শুনলে জানতে পারব কারা কারা জড়িত। আমাদের ওপর ভরসা রাখুন। আপনারা অর্ধেক তথ্য পেয়েছেন, আমরা পুরো বিষয়টি পেয়েছি। একজন নিরপরাধকে আমরা শাস্তি দিতে চাই না। আপনারা ভাবছেন অপরাধীরা শক্তিশালী, কিন্তু তারা অতটাও শক্তিশালী না। গণমাধ্যমের তথ্য আপনারা বিশ্বাস করবেন না, আমাদের কাছে শুনে নিশ্চিত হবেন।

ডিসি মল্লিক আহসান আরও বলেন, আমরা তদন্ত করছি। আমাদের কাছে সুসংবাদ আছে। তদন্তের স্বার্থে এখনই সব বলতে পারছি না। আগামীকাল সকাল দশটার আগেই আপনারা সুসংবাদ পাবেন।

রোববার রাজধানীর আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন জবি শিক্ষার্থী ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় রোববার রাত ১১টার দিকে তার ছাত্রী বর্ষাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।