ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বিইউপির ছাত্রী ধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, অক্টোবর ২০, ২০২৫
বিইউপির ছাত্রী ধর্ষণের ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা জেলার সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার বিপ্লব রোজারিও।

তিনি এ ধর্ষণ মামলার দুই নম্বর আসামি।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে উত্তরার দিয়াবাড়ি থেকে বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর স্কোয়াড্রন লিডার নাজমুল।

তিনি জানান, বিইউপির ছাত্রী ধর্ষণের ঘটনায় দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি আভিযানিক দল। বিস্তারিত পরে জানানো হবে।

গত ১৪ অক্টোবর সন্ধ্যায় টিউশনি থেকে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিইউপির ওই ছাত্রী। পরে ওই ঘটনায় তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় ধর্ষণ মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। মামলার আসামিরা হলেন, সোহেল রোজারিও, মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও।

এর মধ্যে সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে এবং তার সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।