ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্ত্রীর সঙ্গে অভিমানে বৃদ্ধের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
স্ত্রীর সঙ্গে অভিমানে বৃদ্ধের আত্মহত্যা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে রশিতে ঝুলে থাকা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

মৃত আব্দুর রশিদ উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক সময় রিক্সা চালিয়ে সংসার চালালেও বৃদ্ধ বয়সে বেকার হয়ে পড়েন আব্দুর রশিদ। স্ত্রীর দিনমজুরী আয়ে কোনোরকমে চলে তার সংসার। অভাব-অনটনের সংসারে প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে।

বুধবার (২১ ডিসেম্বর) ঝগড়ার জেরে ক্ষিপ্ত হয়ে নিজের ঘরের কিছু আসবাবপত্র ভাংচুর করেন আব্দুর রশিদের স্ত্রী। সেই ক্ষোভে-অভিমানে ওই দিন মধ্যরাতেই সবার অগোচরে বাড়ির পাশে নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তার ধারের একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বৃদ্ধ আব্দুর রশিদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বৃদ্ধ আব্দুর রশিদের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।