ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

অবৈধ অনুপ্রবেশ: আসামের সেই নারী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, সেপ্টেম্বর ২৬, ২০২৫
অবৈধ অনুপ্রবেশ: আসামের সেই নারী কারাগারে আসামের নলবাড়ির বাসিন্দা সাকিনা বেগম (বাঁয়ে) ঢাকার মিরপুরের ঘিঞ্জি এলাকায়

পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রাজধানীর ভাষানটেকের টেকপাড়া গলি থেকে আটক ভারতের আসামের সাকিনা বেগমকে (৬৮) কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন সাকিনা বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাষানটেক থানার উপপরিদর্শক শেখ মো. আলী সনি। তবে সাকিনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিএমএম আদালতে ডিএমপির প্রশিকিউশন বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) মো. নাসিরউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে আটকের পর ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’ আইনে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ওই নারীর বিরুদ্ধে মামলা করে ভাষানটেক থানা পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভাষানটেক থানার টিনশেড টেকপাড়া গলির মাথায় ওই নারীকে পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের জিজ্ঞসাবাদে ওই নারী তার বাড়ি আসামে বলে জানান। তিনি কিছু বাংলা ভাষা ও কিছু আসাম প্রদেশের ভাষায় কথা বলতে পারেন। তার কাছে পাসপোর্ট ও ভিসা চাইলে তা তিনি দেখাতে পারেননি।

অভিযোগে আরও বলা হয়, সাকিনা বেগম কীভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করেছেন, কীভাবে ভাষানটেক এসেছেন, সে সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। আসামের নাগরিক হওয়া সত্ত্বেও পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশের অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:
ঢাকার মিরপুরে পাওয়া গেল আসামের সাকিনা বেগমকে

কেআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।