ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আইন ও আদালত

বিদেশি সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
বিদেশি সিগারেট বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

খুলনা: বিদেশি সিগারেট বিক্রির দায়ে শেখ শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর নিউ মার্কেটসংলগ্ন এলাকায় আমান ট্রেডার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।

তিনি বাংলানিউজকে বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিদেশি সিগারেট বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ রয়েছে। তামাকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে আমান ট্রেডার্স থেকে ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ অপরাধে শেখ শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ৯ , ২০২৩
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।