ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভ, তেলের দামে বড় পতন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, নভেম্বর ২৮, ২০২২
চীনে কোভিডবিধির বিরুদ্ধে বিক্ষোভ, তেলের দামে বড় পতন 

তেলের দামে বড় পতন হয়েছে সোমবার। চীনে কোভিডবিধির বিরুদ্ধে চলমান আন্দোলনের কারণেই এমনটি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটিতে তেলের চাহিদা কমে যাওয়া এবং তেলের দাম কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।  

ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৪৩ ডলার বা ২ দশমিক ৯ শতাংশ কমে ৮১ দশমিক ২০ ডলারে গিয়ে ঠেকেছে। জানুয়ারির পর এটিই সবচেয়ে বড় পতন।    

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ৮ শতাংশ কমে ৭৪ দশমিক ১২  ডলারে ঠেকেছে। গেল বছরের ২২ ডিসেম্বর এর দাম কমে ৭৩ দশমিক ৬০ ডলার হয়েছিল।  

টানা তিনটি পতনের পর গেল সপ্তাহে দুটি বেঞ্চমার্কই ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে।  

নিশান সিকিউরিটিজের গবেষণা বিভাগের জেনারেল ম্যানেজার হিরোইয়ুকি কিকুকাওয়া বলেন, চীনে করোনা সংক্রমণ বাড়ছে। দেশটিতে কোভিডবিধি নিয়ে বিক্ষোভের ফলে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে দেশটিতে তেলের চাহিদা কমেছে। বিষয়টি উদ্বেগের।  

 সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ