ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

‘রোহিঙ্গাদের হত্যা বন্ধ করুন, সু চি নীরবতা ভাঙুন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
‘রোহিঙ্গাদের হত্যা বন্ধ করুন, সু চি নীরবতা ভাঙুন’ মায়ের কোলে নির্যাতিত রোহিঙ্গা শিশু ও অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গাদের হত্যা-নির্যাতনের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ইস্যুতে দেশটির নোবেলজয়ী রাজনীতিক অং সান সু চি, মিয়ানমার সরকার ও অন্য নেতারা যেন নীরবতা ভেঙে কথা বলেন।

জোলি বলেন, এটি পুরোপুরি পরিষ্কার যে বার্মিজ সেনাবাহিনী মানুষজনকে হত্যা করছে, সহিংসতা সৃষ্টি করছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গারা অনেকদিন ধরে বসবাস করছিলেন ফলে তাদের পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে।

বিশ্বখ্যাত এই অভিনেত্রী আশা প্রকাশ করে বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিতে সু চি মুখ খুলবেন। তাকে কড়া ভাষায় সমালোচনা করতে হবে।

এর আগে সুশীল সমাজের পক্ষ থেকে ক্রিকেটার হাশিম আমলা রোহিঙ্গা নির্যাতন বন্ধের আহ্বান জানান। তিনি তাদের হয়ে দোয়া করার কথাও বলেছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) বলছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী অনুপ্রবেশের সংখ্যা চার লাখ নয় হাজার। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। বেসরকারিভাবে এই সংখ্যা ১০ হাজার পার করেছে।  
ঘটনার শুরু গত ২৪ আগস্ট দিনগত রাতে রাখাইনে যখন পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে বিচ্ছিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জেরে ‘অভিযানের’ নামে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। ফলে লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ের জন্য চলে আসছেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর থেকে দেশটির উত্তর-পূর্ব রাখাইন রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সহিংসতা চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সহিংসতার শিকার হয়ে গত বছরের অক্টোবরেও প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

উদ্ধত মিয়ানমার সেনাপ্রধান বললেন ‘রোহিঙ্গারা এদেশের নয়’
‘মিয়ানমার সরকারের ভূমিকা গ্রহণযোগ্য নয়’

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।