ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

তেল ব্যবসায়ী রেক্স টিলারসনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
তেল ব্যবসায়ী রেক্স টিলারসনই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

এক্সন মোবিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) রেক্স টিলারসনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর পদে দেখা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের...

ঢাকা: এক্সন মোবিলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) রেক্স টিলারসনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পছন্দের তালিকায় শীর্ষ এই তেল ব্যবসায়ী আগে থেকেই ছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের সূত্রের বরাতে জানায়।

ব্যবসায়ীক কাজে রাশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে রেক্স টিলারসনের বেশ সাফল্যজনক চুক্তি ও সমঝোতা রয়েছে। এক্সন মোবিল কোম্পানি বিশ্বের শীর্ষ তেল প্রতিষ্ঠানগুলোর একটি।

ধারণা করা হচ্ছে সম্পর্কের পাশাপাশি এই গুণকেও ট্রাম্প কাজে লাগিয়েছেন গুরুত্বপূর্ণ এই পদ বণ্টনের জন্য।

রেক্সের জন্ম ১৯৫২ সালের ২৩ মার্চ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।