ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কঠোর হচ্ছে ব্রিটেনে স্থায়ী বসবাসের নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, সেপ্টেম্বর ২৯, ২০২৫
কঠোর হচ্ছে ব্রিটেনে স্থায়ী বসবাসের নিয়ম

অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্স) অনুমতি পাওয়ার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আগামীকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবার পার্টির সম্মেলনে এ সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করতে পারেন।

 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের সামাজিক নিরাপত্তা তহবিলে নিয়মিত অবদান রাখার প্রমাণ, অপরাধমুক্ত থাকার রেকর্ড এবং কোনো ধরনের সরকারি ভাতা গ্রহণ না করার শর্ত পূরণ করতে হবে। এছাড়া ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা দেখাতে হবে। বছরের শেষের দিকে এই পরিকল্পনা নিয়ে জনমত যাচাই শুরু করা হবে।

বর্তমানে অভিবাসীরা পাঁচ বছর ব্রিটেনে বসবাসের পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন। তবে লেবার সরকার মনে করছে, এ প্রক্রিয়াকে আরও কঠোর করা দরকার, যাতে কেবল যোগ্য এবং সমাজে প্রকৃত অবদান রাখা ব্যক্তিরাই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। সাম্প্রতিক সময়ে পপুলিস্ট দল রিফর্ম ইউকে স্থায়ী বসবাসের অনুমতি বাতিল করে পাঁচ বছরের নবায়নযোগ্য ওয়ার্ক ভিসা চালুর প্রস্তাব দিয়েছে। তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা মোকাবিলাতেই লেবার সরকারের এই নতুন পরিকল্পনা আসতে পারে।

রিফর্ম ইউকের প্রস্তাবকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘বর্ণবাদী নীতি’ আখ্যা দিয়ে বলেন, এটি দেশকে বিভক্ত করবে। তিনি আরও মনে করিয়ে দেন, ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের সময় অভিবাসন নিয়ন্ত্রণ ছিল বড় রাজনৈতিক ইস্যু। তবুও ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পরও ব্রিটেনে রেকর্ডসংখ্যক অভিবাসী প্রবেশ করেছে।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।