ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সপ্তাহ ব্যবধানে ফের কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, জানুয়ারি ১৮, ২০১৬
সপ্তাহ ব্যবধানে ফের কমলো তেলের দাম

ঢাকা: পতনের ধারাবাহিকতায় আরো একধাপ কমলো তেলের দাম। এক যুগের রেকর্ড ভেঙে গত ১২ জানুয়ারি ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমে দাঁড়ায় ৩২ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা)।



কিন্তু মাত্র এক সপ্তাহ ব্যবধানে সোমবার (১৮ জানুয়ারি) তেলের দাম কমে প্রায় ২৯ ডলারে নেমেছে।

এদিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোটিং কান্ট্রিস অর্থাৎ ওপেকভুক্ত দেশ ইরান প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল রপ্তানির জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে।

আর ইরানের বাজারে আসার এ সময়কে ‘খারাপ সময়’ বলে আখ্যায়িত করেছে যুক্তরাজ্যের আর্থিক প্রতিষ্ঠান বার্কলেস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, এর আগে সবশেষ ২০০৩ সালের ২৩ ডিসেম্বর অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৩১.৪১ ডলারে (২ হাজার ৪৭৪ টাকা) নেমে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, দরপতন অব্যাহত থাকলে ২০১৬ সালের শেষ নাগাদ অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলারেও (১ হাজার ৫৭৪ টাকা) নেমে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।